E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবি'তে অবস্থান কর্মসূচির ডাক

২০২০ ডিসেম্বর ০১ ১২:১২:৪৯
চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবি'তে অবস্থান কর্মসূচির ডাক

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের চূড়ান্ত পরীক্ষার দাবিতে, ৪৫ তম আবর্তনের(২০১৫-১৬ সেশন) ডাকে ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

৪৫ ব্যাচের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন "আমরা ৪৫ তম আবর্তনের শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন এবং স্মারক লিপি জমা দেয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন বক্তব্য না পেয়ে আমরা হতাশ। এইদিকে ৪৩ বিসিএস এর সার্কুলার হয়েছে আমরা ২ বছরের সেশন জটে আটকে আছি পরীক্ষাই হচ্ছে না। তাই ১ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করবো এবং প্রশাসনের সাড়া না পেলে সামনে আরো কঠোর কর্মসূচি দিব।"

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, " বর্তমান বাস্তবতা বিবেচনা করে ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার ঘোষণা করা উচিত।আমরা অল্পের জন্য ৪১ বিসিএস এ আবেদন করতে পারি নাই, ইতিমধ্যে ৪৩ বিসিএস এর সার্কুলার ঘোষণা করেছে।গত একবছর ধরে শুধুমাত্র পরীক্ষা শেষ করতে না পারার কারণে আমরা চাকরির পরীক্ষাতে অংশ নিতে পারতেছি না। অথচ নিয়মিত ভাবে নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে। আজকের কর্মসূচিতে প্রশাসন যদি আমাদের ডাকে সাড়া না দেয় তবে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করবো আমরা। "

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ইভানা আখতার বলেন, "আমরা জানি বাংলাদেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তারা নিজেরা সিদ্ধান্ত নেয় তাদের শিক্ষা কার্যক্রম, ক্লাস পরীক্ষা নিয়ে। আমাদের জাহাঙ্গীরনগর প্রশাসন চাইলেই চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা নিতে পারেন। এখানে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দরকার নেই।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষার অনুমতি পেলেও আমরা পাচ্ছি না- আমাদের প্রশাসনের অনীহা আর গাফেলতির কারণে। তাদের কোন সদিচ্ছা নেই। মনে হচ্ছে তারা আমাদের নিয়ে ভাবছে না। অথচ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলছেই। আমাদের ওপর নির্ভর করে আমাদের পরিবার। আমাদের বয়স থেমে নেই। তাই আমরা কোন সিদ্ধান্ত না আশা পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।"


ইতিপূর্বে শিক্ষার্থীরা মানববন্ধন,স্মারকলিপি জমা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পায় নি।

(পি/ডিসেম্বর ০১, ২০২০ ইং)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test