E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিবিআইকে তদন্তের নির্দেশ

বেরোবিতে পতাকা বিকৃতি ও অবমাননার ঘটনায় আরও একটি মামলা 

২০২০ ডিসেম্বর ২৯ ২২:৫১:৫০
বেরোবিতে পতাকা বিকৃতি ও অবমাননার ঘটনায় আরও একটি মামলা 

মানিক সরকার মানিক, রংপুর : মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পতাকা বিকৃতি ও অবমাননার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ। মঙ্গলবার তাজহাট মেট্টোপলিটন আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এর আগে সোমবার আদালতে ১০  শিক্ষক ও ৩ কর্মকর্তার নাম উল্লেখ করে নালিশী দরখাস্ত করেন বাদী। 

মামলায় যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) আমিনুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রহমতউল্লা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পরিমল চন্দ্র বর্মণ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো: কাউয়ুম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মন, সহকারী প্রক্টর মাহামুদুল হাসান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সেলিম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এম এম ইকবাল।

বাদী তার আর্জিতে বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক জাতীয় পতাকার বিকৃতি ও অবমাননা করেছেন। তারা সবুজের মধ্যে লাল বৃত্তের পরিবর্তে চতুর্কোনা আকৃতি দিয়েছেন যা সংবিধান ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করেন। পরে এ নিয়ে সমালোচনা হলে তারা দোষ স্বীকার করে সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

বাদী তার আর্জিতে আরও উল্লেখ করেন, পতাকা বিকৃতি আমার চেতনাকে আঘাত করেছে। দেশব্যাপী এ নিয়ে সমালোচনা হচ্ছে। দেশবিরোধী চক্র এভাবে আমাদের পতাকাকে অবমাননা করবে তা কোনভাবেই মেনে নিতে পারছি না। আমি থানায় গেলে পুলিশ আমাকে আদালতের অনুমতির কথা বলে এজাহার নেয়নি। তাই আদালতের আশ্রয় নিয়েছি। মঙ্গলবার বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আবু সাইদ সুমন জানান, মহানগর ছাত্রলীগের সম্পাদক শেখ আসিফ সোমবার আদালতে নালিশী দরখাস্ত করলে মঙ্গলবার তাজহাট মেট্টোপলিটন আমলি আদালতের বিচারক ফজলে এলাহী বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

(এম/এসপি/ডিসেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test