E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আত্মত্যাগের মধ্যেই একজন মানুষের জীবনের সার্থকতা’ 

২০২১ মার্চ ০২ ১৫:৩০:৫৪
‘আত্মত্যাগের মধ্যেই একজন মানুষের জীবনের সার্থকতা’ 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : আত্মত্যাগের মধ্যেই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

তিনি বলেন, ‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর নেই। প্রকৃত শিক্ষকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স লাগে না। সম্মান দেয় না, বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়। আত্মত্যাগের মধ্যেই হলো একজন মানুষের জীবনের স্বার্থকতা।’

মঙ্গলবার (০২ মার্চ) জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অধ্যক্ষবৃন্দের সঙ্গে উপাচার্যের ৮ বছরের সফল মেয়াদান্তে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য।

প্রায় ৩৫০ টি কলেজের অধ্যক্ষবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় সভায় যুক্ত ছিলেন। কলেজ অধ্যক্ষদের মধ্যে ৩৫টি কলেজের অধ্যক্ষবৃন্দ বক্তব্য প্রদান করেন।

মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, স্নাতকপূর্ব স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মনিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়জুল করিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

(এস/এসপি/মার্চ ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test