E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নগরী ঢাকা

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৪:৩৯:১৭
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নগরী ঢাকা

সিনিয়র রিপোর্টার : এক সময় সড়কজুড়ে রিকশা আর মসজিদের আধিক্যের কারণে রিকশা ও মসজিদের নগরী হিসেবে পরিচিতি ছিল রাজধানী ঢাকা। সাম্প্রতিক সময়ে রাজধানীর অলিতে গলিতে, ভবনে ভবনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠায় বিশ্ববিদ্যালয়ের নগরী হতে যাচ্ছে প্রাচীন এই শহরটি।

ব্যস্ততম সড়কের পাশে ও আবাসিক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান না করার সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তা কোনো ক্ষেত্রেই মানেনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরং মহাসড়কের পাশে, মার্কেটের ভেতরে, রেস্টুরেন্ট-আবাসিক ভবন ও হোটেলের উপরে, বাসস্টেশনে এমনকি কারওয়ানবাজারের কাঁচাবাজারের পাশেও গড়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। চলছে আবাসিক এলাকায় ফ্লোর ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম।

যেখানে শিক্ষার ন্যূনতম কোনো পরিবেশ নেই। গবেষণার ব্যবস্থা কিংবা অন্যান্য অবকাঠামো তো দূরের কথা। নেই একাডেমিক ভবন এবং পর্যাপ্ত ক্লাস রুম। কিন্তু সারি সারি গড়ে উঠছে এসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও কাজী নজরুল ইসলাম এভিনিউ, পান্থপথ, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরের ভবনে ভবনে গড়ে উঠেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফ্লোর ভাড়া নিয়ে, মার্কেটের ভেতরে, রেস্টুরেন্টের উপরে, বাসস্টেশনে, কারওয়ানবাজারের কাঁচাবাজারের পাশেও গড়ে তুলেছে ক্যাম্পাস। কোথাও কোথাও আবার একই ভবনে রয়েছে প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর তার উপরের তলায় গার্মেন্টস। যদিও সম্প্রতি মূল ক্যাম্পাসে ফিরে আসতে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ২০১৩ থেকে সময়সীমা ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। ফলে নিজস্ব ক্যাম্পাসে ফেরার উদ্যোগ থমকে গেছে।

ইউজিসির তথ্যে দেখা যায়, ৯টি বিশ্ববিদ্যালয় অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে। এদের মধ্যে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়, প্রাইম, এশিয়ান ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর, সাউদার্ন, নর্দার্ন, দি পিপলস, বিজিসি ট্রাস্ট এবং ইবাইস বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশ আমেরিকা ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটির অননুমোদিত ক্যাম্পাসের ছড়াছড়ি। তবে এর বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে, কোথাও মার্কেটের ওপর ক্যাম্পাস পরিচালনা করছে।

১৯৯২ সালে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু করে এখন দেশে ৭৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে হওয়া সত্ত্বেও বেশিরভাগই নিজস্ব বা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এরা স্থায়ী ক্যাম্পাস গড়ে না তুলে বরং শিক্ষার্থী ধরার টার্গেট করেই রাজধানীর অভিজাত এলাকাগুলোতে ফ্লোর ভাড়া নিয়ে গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়।

সরেজমিন বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ঘুরে দেখা গেছে, ওই এলাকায় ১০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে আধাকিলোমিটার এলাকার মধ্যেই রয়েছে নয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কামাল আতাতুর্ক এলাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), এর দক্ষিণ পাশে প্রাইম এশিয়া, সাউথইস্ট, সাউথ এশিয়া, রয়েল ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এগুলোর মধ্যে একই এলাকায় কয়েক গজ দূরত্বে এআইইউবি, সাউথইস্ট ও প্রাইম এশিয়ার একাধিক বহুতল ভবন রয়েছে।

১৭ নম্বর সড়ক ঘুরে দেখা গেছে, প্রাইম এশিয়ার তিনটি ভবনের মধ্যে দুটির অবস্থান একই সড়কের দুই পাশে মুখোমুখি। পাশেই সড়কের দুই পাশে এক সারিতে এআইইউবি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ১০ নম্বর সড়কে রয়েছে রয়েল ইউনিভার্সিটি। এভিনিউয়ের উত্তরে ৪ নম্বর সড়কের দুই পাশে অতীশ দীপঙ্কর ও সাউথইস্ট ইউনিভার্সিটি। এছাড়া নর্দার্ন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি নিয়ে মোট ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই কয়েকটি ইউনিভার্সিটির ক্যাম্পাস সংখ্যা ২৮টি, যার মধ্যে শুধু এআইইউবি ও সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে ১০টিরও বেশি। এসব প্রতিষ্ঠানই গড়ে উঠেছে এক কিলোমিটার এলাকাজুড়ে। আবার কয়েকটির রয়েছে বহুতল ভবন। সেই ভবনগুলোর নিচতলায় দোকান, দ্বিতীয় ও তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়, চতুর্থ তলায় রিয়েল এস্টেট কোম্পানির অফিস এবং পঞ্চম তলায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম। বনানীর অন্যতম সড়ক ১১ নম্বর সড়কের পাশে মার্কেটের উপর ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছে নতুন অনুমোদিত ফারইস্ট ইউনিভার্সিটি। বনানী চেয়ারম্যান বাড়ি এক নম্বর সড়কে একাধিক ভবন ভাড়া করে পরিচালিত হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মহাখালীর ওয়্যারলেসে মার্কেটের উপর ফ্লোর ভাড়া করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। পাশেই রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস। তিনটি ভবনে পরিচালিত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।

ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, ধানমন্ডি ২ নম্বর সড়ক থেকে শুরু করে ঝিগাতলা হয়ে ২৭ নম্বর পর্যন্ত প্রধান সড়কের পাশে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪টি ক্যাম্পাস। আশপাশের অলিগলিতে রয়েছে আরও কিছু ক্যাম্পাস। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে আবাসিক এলাকার ভাড়া বাড়িতে। ধানমন্ডি ২ নম্বর সড়কে পপুলার হাসপাতালের পাশে ছয়তলা নিজস্ব বাড়িতে রয়েছে দারুল ইহ্সান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ।

জিগাতলা বাসস্ট্যান্ড থেকে খানিক সামনে এগোলেই চোখে পড়ে একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়। ধানমন্ডি ৪/এ সড়কে ছয়তলা বাড়ির পঞ্চম ও ষষ্ঠতলায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। বিপরীত পাশে একই ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ক্যাম্পাস। ধানমন্ডি লেক থেকে কিছুদূর এগিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ ক্যাম্পাস। এরপর নিজস্ব ভবনে গড়ে উঠেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস। ধানমন্ডিতে আরও আছে স্টেট ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভাসির্টি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, ইস্টার্ন ইউনিভার্সিটি। এসব অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিচে মার্কেট, ব্যাংক, হোটেল রেস্তোরাঁ বা মেডিকেল সেন্টার। আর ওপরে একটি কিংবা দুটি ফ্লোর ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

একইভাবে ধানমন্ডির মিরপুর সড়কে ঢাকা কলেজের বিপরীত দিকে ব্যস্ততম একটি মার্কেটের উপর গড়ে উঠেছে নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস। একই সড়কের ল্যাব এইডের পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শুক্রাবাদ এলাকায় মার্কেটের উপর রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, কলাবাগান এলাকায় নিজস্ব ভবনে স্টেট ইউনিভার্সিটি। রাজধানীর ফার্মগেটে প্রাইম ইউনিভার্সিটির একটি সাইনবোর্ড ঝুলানো আছে। আনন্দ সিনেমা হলের ঠিক বিপরীত দিকে রয়েছে বাংলাদেশ আমেরিকা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। মগবাজার মোড়ে আবাসিক হোটেলের সাথে একই ভবনে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টির একটি ক্যাম্পাস।

শেওড়াপাড়ায় একটি মার্কেটের দ্বিতীয় তলায় সাইনবোর্ড ঝুলানো আছে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের। ছোট আকারের দুই-তিনটি কক্ষ ভাড়া নিয়ে চলছে এসব শাখা। মাছের পাইকারি বাজার খ্যাত কারওয়ান বাজারের কেন্দ্রস্থলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এছাড়া মহাখালীতে আরো একটি ক্যাম্পাস পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি। পান্থপথে রয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি, ভিক্টোরিয়া, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস। গ্রিন রোডে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বনানী-ধানমন্ডির পর নতুন অভিজাত এলাকা উত্তরার দিকে বাড়ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। প্রাইম ইউনিভার্সিটির একটি অংশের ক্যাম্পাস পরিচালিত হচ্ছে মার্কেটের উপর ভাড়া করা ভবনে।

এই এলাকাতে আরও রয়েছে শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ১০ নম্বর সেক্টরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। মিরপুর এলাকায় রয়েছে মানারাত ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস, মিরপুর ইউনিভার্সিটির একটি অংশের ক্যাম্পাস, গ্রিন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিরপুর সড়কের শ্যামলীতে নিজস্ব ভবনে আশা ইউনিভার্সিটি এবং মার্কেটের উপর ইউরোপিয়ান ইউনিভার্সিটি পরিচালিত হচ্ছে। এছাড়া মালিবাগ এলাকায় মিলেনিয়াম ইউনিভার্সিটি, মতিঝিলে এশিয়ান ইউনিভার্সিটির একটি শাখা পরিচালিত হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৯টি। এখন পর্যন্ত ১৭টি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস স্থাপন করেছে। ১১টি বিশ্ববিদ্যালয় আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ৪টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে ভবন নির্মাণাধীন এবং ৩টি বিশ্ববিদ্যালয় নক্শা অনুমোদন করেছে। আর প্রতিষ্ঠার পর সাত বছরের বেশি সময় পার হওয়া ৩৮টি বিশ্ববিদ্যালয় যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে। প্রতিষ্ঠার পর সাত বছর অতিক্রান্ত না হওয়ায় বাকি ২৩টির নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা নেই। মামলা জটিলতায় আছে ১৫টি বিশ্ববিদ্যালয়। ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৫৬টি, চট্টগ্রামে ১১টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ২টি, সিলেটে ৪টি এবং বরিশালে ১টি।

শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর কোথাও এত কাছাকাছি এত বিশ্ববিদ্যালয় নেই। এটা ভীতিকর ও অসুস্থকর পরিস্থিতি। আমি এগুলোকে বিশ্ববিদ্যালয় বলতেই রাজি নই। বড় বড় কোচিং। এগুলো কেমন করে বিশ্ববিদ্যালয় হয়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একই ভবনে প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তার সাথে আবার গার্মেন্টস-হোটেল। এটা কীভাবে সম্ভব। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শিখবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test