E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে শিক্ষার্থীদের ১৭ দফা দাবিতে সড়ক অবরোধ, আহত ২০

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১৪:৫২:২৪
গোপালগঞ্জে শিক্ষার্থীদের ১৭ দফা দাবিতে সড়ক অবরোধ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষে অন্তত. ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ দফা দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এ সময় তারা আবাসিক হলে সিট বরাদ্দ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে অবরোধ কর্মসূচী পালন করে।

সড়ক অবরোধ চলাকালে বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে গণিত বিভাগের সহযোগি অধ্যাপক মিনারুল ইসলাম আহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীদের অপর একটি অংশ লাঠি-সোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে অবোরধ তুলে দেয়। এ সময় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ালসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থী ও ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সাড়ে ১২ টা) শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে। যে কোন সময় আবারো উত্তপ্ত হয়ে উঠতে পারে।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test