E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে জবিতে সাংবাদিক লাঞ্ছিত

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৮:৫৯:৫৯
বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে জবিতে সাংবাদিক লাঞ্ছিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমএ মালেককে লাঞ্ছিত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতারা। বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় মালেক বঙ্গবন্ধুকে কটুক্তি করছিলেন। এসময় মালেক বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছিলেন বললে তার পাশে থাকা জবি ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল এর প্রতিবাদ করেন।

পরে মালেক ও সোহেল বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মালেককে চড় মারেন সোহেল ও জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কর্মীদের শাসিয়ে বলেন, বঙ্গবন্ধুকে কটুক্তি করা এখন ফ্যাশন হয়ে গেছে।

এ ব্যাপারে সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন সাংবাদিকদের বলেন, সিরাজ শিবিরপন্থী সাংবাদিকের পক্ষ নিয়ে আমাদের হুমকি দিয়েছে। এতে আমরা হতাশ।

এ ব্যাপারে এমএ মালেক সাংবাদিকদের বলেন, তেমন কিছু হয়নি। শিক্ষকরা ঘটনাটি মিমাংসা করে দিয়েছেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test