E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়েছে

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৭:২১:৫৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছে। গত সোমবার শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারের ভয়ে শিক্ষার্থীরা হল ছাড়ছেন বলে জানা গেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্বদ্যিালয়ে সরেজমিনে দেখা যায়, ছাত্র-ছাত্রী হল ছেড়ে চলে যাচ্ছ্নে। তবে বেশ কয়েকটি শ্রেনী কক্ষে ক্লাস হতে দেখা গেলেও উপস্থিতি ছিল কম। গতকাল মঙ্গলবার বিকেল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করায় অনেকটা ফাঁকা হয়ে গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

নাম প্রকাশ না করার শর্তে হল ছেড়ে যাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেছেন, নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং গ্রেফতারের হাত থেকে রেহাই পেতে চলে যাচ্ছি। তা’ছাড়া বিভিন্ন হলে পুলিশী অভিযান চালানো হবে এমন খবর শোনার পর আমরা যারা হলে অবস্থান করছিলাম তারা আতংকিত হয়ে হল ছাড়তে বাধ্য হচ্ছি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত আবাসিক হলের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তারা আরো জানান, বর্তমান অবস্থায় আমরা নিজেদের নিরাপদ মনে করছিনা। পুলিশ অনেক নিরীহ ছাত্রদের গ্রেপ্তার করছে। সামনে পরীক্ষা আছে, তার পরও শিক্ষার্থীরা চলে যেতে হচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয় রেজিস্টার জাকির হোসেন মোল্লা এমন দাবি অস্বীকার করে বলেছেন, বিশ্বদ্যিালয়ে সব শিক্ষার্থীরা হল ছেড়ে যায়নি। যথারীতি ক্লাস চলছে। তবে কোন একটি মহল ক্যাম্পাসে প্যানিক সৃষ্টি করায় অনেক শিক্ষার্থী হল ছেড়েছে বলে জানিয়েছেন। দু’এক দিনের মধ্যে এ অবস্থার অবসান হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভিযোগ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার দিন ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত পূর্বক পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম খায়রুল আলম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করছে। কিছু সংখ্যক শিক্ষার্থী ভয়ে হল ছেড়ে চলে গেলেও তারা ২/১ দিনের মধ্যে ফিরে আসবে।

উল্লে¬খ্য,গত সোমবার হলের সিট বরাদ্দ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, ছাত্র সংসদ নির্বাচনসহ ১৭ দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের অপর একটা গ্রুপ প্রথমে হামলা করে এবং পরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষনা করেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নষ্ট করীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের কাছে একটি স্বারকলিপি দিয়েছে শহরতলীর গোবরা ইউনিয়ন আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test