E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেড় বছর পর ববিতে স্বশরীরে ক্লাস শুরু

২০২১ অক্টোবর ২১ ১৭:১৭:২৭
দেড় বছর পর ববিতে স্বশরীরে ক্লাস শুরু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : টানা ১৮ মাস পর বৃহস্পতিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিজ নিজ বিভাগের ব্যবস্থাপনা অনুযায়ী সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, করোনা প্রকোপের কারণে ২০২০ সালের ১৬ মার্চ থেকে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকে। এতে করে ক্যাম্পাসের সাথে শিক্ষার্থীদের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। দীর্ঘ ১৮ মাস পর সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সকাল ১০টায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার পর বেলা ১২টার দিকে বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন। এসময় ভিসি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।

শেষে ভিসি সাংবাদিকদের বলেন, গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু করার বিষয়ে নোটিশ করা হয়। নোটিশে ক্লাশ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ক্যাম্পাসের একাধিকস্থানে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ক্লাশ কার্যক্রমের শুরুরদিনে প্রায় ৬০ ভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বন্ধের সময়ে অনলাইনে ক্লাশ হলেও তা যথার্থ ছিলোনা। শিক্ষকরা বলেন, অনলাইন ক্লাশে গ্যাপ কিছুটা থেকে যায়। বিশেষ করে যেসব শিক্ষার্থী নেট সংযোগের আওতায় ছিলোনা তাদের জন্য অসুবিধা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনেই ক্লাশ নেওয়া হচ্ছে। পাশাপাশি সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য ক্যাম্পাসে একটি টিকা প্রদান কেন্দ্র তৈরীর চেষ্ঠা চলছে। সূত্রমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২৪টি বিভাগে আট হাজার শিক্ষার্থী রয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test