E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৫:১০:৪৭
বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বরিশাল প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে  বরিশাল ব্রজমোহন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এই ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর) সোয়েব আহমেদ পিপিএম।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলেজের মাকেটিং বিভাগের ছাত্র মনবীর হোসেন জানান, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের ৩০/৪০ সমর্থক দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় বিএম কলেজের ভিপি মঈন তুষার ও জিএস নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালীন সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএম কলেজের ক্যান্টিনের আসবাবপত্র ভাংচুর করেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন পিপিএম জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

(বিএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test