E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই মেডিকেল ডাক্তারকে পেটালো জাবি ও ঢাবি ছাত্র

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৭:৩৪:০৯
দুই মেডিকেল ডাক্তারকে পেটালো জাবি ও ঢাবি ছাত্র

জাবি প্রতিনিধি : ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তারকে বেধড়ক পিটিয়েছে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। আহত ডাক্তারদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: রাকিবুল আলম (নাক, কান ও গলা বিষেশজ্ঞ) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খায়রুল আলম (কিডনি বিশেষজ্ঞ) ভর্তি পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় অসচেতন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) ছাত্র রুবেল রানার প্রাইভেটকারে ধাক্ক লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে ডাক্তারদের গাছের ডাল দিয়ে বেধড়ক পেটায় রুবেল রানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র মেহেদী হাসান। পরিচয় দিলেও তাদের হাত থেকে রক্ষা পাননি তারা । আহত ডা. খায়রুল আলমের চোখ, নাক ও পা দিয়ে রক্ত বের হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রক্টর বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পরে ওই দুই ছাত্র ও ডাক্তারদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

রুবেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হলের আবাসিক ছাত্র ও তার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ বিষয়ে ডা: খায়রুল আলম বলেন, ‘তাদের সঙ্গে সমঝোতার অনেক চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের কোনো কথা শুনেননি। পাশ থেকে গাছের ডাল ভেঙে বেধড়ক পিটিয়েছে। তাদের পা ধরে মাফ চাইলেও তারা আমাদের কথা শুনেনি’।

মারধরের কথা স্বীকার করেন ঢাবি ছাত্র রুবেল রানা ও জাবি ছাত্র মেহেদী হাসান। পরে তারা দু:খ প্রকাশ করেন।

প্রক্টর অধ্যাপক অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আশুলিয়া পুলিশ ও ঢাবি প্রক্টরকে জানানো হয়েছে’।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: জাকরিয়া বলেন, ‘উভয় পক্ষের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test