E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

২০২২ জুন ১৪ ১৬:৩৯:৪৯
চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

জে.জাহেদ, চট্টগ্রাম : ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বন্ধের এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বুধবার (১৫ জুন) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নিদেশ দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

তিনি জানান, কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে চুয়েট উপাচার্যের সভাপতিত্বে সব ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৪ ‍জুন) থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সে হিসেবে আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় খুলবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

এর আগে চট্টগ্রাম শহর থেকে দেরিতে বাস ছাড়াকে কেন্দ্র করে শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২ জুন) বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ (শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আ জ ম নাছির) এর মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তানিম ও তরিৎ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুল আবেদীন আহত হয়।

(জেজে/এসপি/জুন ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test