E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সমাজসবো বিষয়ক সম্পাদকের হাতাহাতি

২০১৪ অক্টোবর ০৩ ১১:৩৬:৪২
ঢাবিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সমাজসবো বিষয়ক সম্পাদকের হাতাহাতি

স্টাফ রিপোর্টার, ঢাকা : টিএসসির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগরে সাধারণ সম্পাদক ওমর শরীফ এবং সমাজসবো বিষয়ক সম্পাদক বরকত হোসনে হাওলাদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজনৈতিক কোন্দলের কারণে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদের মদ্যে এ ঘটনা ঘটেছে।

ওমর শরীফ বলেন, বরকত এক সময় আমার সাথেই রাজনীতি করত। কিন্তু সম্প্রতি সে ঢাবি শাখার সহ-সভাপতি শেখ ফয়সালের গায়ে হাত তোলে। তাই এ দায় আমার ওপরই চাপে। তাই ওকে ডেকে ঘটনার কারণ জানতে চাইছিলাম। সাম্প্রতিক সময়ে বরকত বিভিন্ন ‘ধান্দাবাজি ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ ওমর শরীফের।

বরকত হোসনে হাওলাদার বলনে, আমি প্রতিদিনের মত টিএসসির সামনে চা পান করতে গিয়েছিলাম। আমাকে দেখে ওমর শরীফ আমাকে ধরার জন্য তার গ্রুপের লোকজনকে নির্দেশ দেয়। তার কর্মীরা কেই এগিয়ে না এলে ওমর শরীফ নিজেই আমার শার্টের কলার ধরে জোর করে টিএসসির ভিতরে নিতে চাইছিলেন।

আমি না যেতে চাইলে তিনি আমাকে ২/৩টি ঘুষি মারেন। পরে সেখানে অন্যান্য নেতা-কর্মীরা তার হাত থেকে আমাকে ছ‍াড়িয়ে নেন। বর্তমানে তিনি ওমর শরীফের রাজনীতি করনে না বলেও জানান। তবে ওমর শরীফই তাকে ঢাবি ছাত্রলীগে পদ দিয়েছেন বলে স্বীকার করেন বরকত।

‘ধান্দাবাজি সর্ম্পকে বরকত বলেন, আমি সাধারণ একজন সম্পাদক। আমার পক্ষে কি ধান্দাবাজি করা সম্ভব? ধান্দাবাজি করলে তো আমার পকেটেোনেক টাকা থাকতো।

ওই ঘটনার পর ওমর শরীফ তাকে পুলিশে ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন বলেও অবিযোগ বরকতের। ওমরের সঙ্গে ‘ধাক্কাধাক্কি হয়েছে বলে স্বীকার করেন বরকত।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test