E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে শাবির ছাত্র খুনের নেপথ্য ছিনতাই, মোবাইল ফোন উদ্ধার

২০২২ জুলাই ২৭ ১৭:৩২:২৯
সিলেটে শাবির ছাত্র খুনের নেপথ্য ছিনতাই, মোবাইল ফোন উদ্ধার

আবুল কাশেম রুমন, সিলেট : সিলেটের শাবির ছাত্র বুলবুল হত্যার পিছনে রহস্য ছিনতাই বলে ধারনা করা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থী বুলবুল আহমদের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বুলবুল হত্যার ঘটনায় আটক কামরুল ইসলামের বাড়ি থেকে বুধবার (২৭ জুলাই) সকালে এই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। এই ছুরি দিয়েই বুলবুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।

কামরুল ইসলামের বাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলাগাও এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে। বুলবুল আহমদ হত্যার রাতেই কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বুধবার সকালে তাকে তিনি অভিযানে নামে পুলিশ।

এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশার উত্তর আজবাহার আলী শেখ বলেন, বুলবুলের মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে বলতে পারবো।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কামরুল। এরপরই তাকে নিয়ে অভিযানে যাওয়া হয়। হত্যায় তিনজন ছিলেন বলেও কামরুল জানিয়েছেন বলে জানান ওই পুলিশ সদস্য।

কামরুলসহ তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে তোলা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, এই হত্যাকান্ডে তিন জন অংশ নেয় বলে ঘটনার সময় বুলবুলের সাথে থাকা ছাত্রীর বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীনও। হত্যাকারী তিনজন মাস্ক পরা ছিলো বলেও ওই ছাত্রী জানিয়েছেন বলে জানান আমিন পারভিন।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বুলবুল। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন।

(একেআর/এসপি/জুলাই ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test