E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

২০২২ আগস্ট ০৩ ২৩:০৫:২০
জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

বুধবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

অনুষদটির ডিন অধ্যাপক অজিৎ কুমার মজুমদার বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৫০ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৪১ হাজার ৫০ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯২৭ জন পাস করেছে। অপরদিকে, ২০ হাজার ৩৫১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৯৩ জন।

তিনি আরও বলেন, ছেলে ও মেয়েদের পৃথক মেধাতালিকায় ছেলের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ৪০ মার্কস ও মেয়েদের মধ্যে ৮৪ দশমিক ৪০ মার্কস পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান লাভ করেছেন।

ভর্তি সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে মোট ৭৬ হাজার ৩০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ৫৩৪ জন।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে জাবির ‘এ’ ইউনিটের ফল দেখতে পারবেন।

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test