E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে সেমিফাইনালে স্টেট ইউনিভার্সিটি

২০২২ সেপ্টেম্বর ২২ ১৩:১৮:২৪
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে সেমিফাইনালে স্টেট ইউনিভার্সিটি

সুপন সিকদার, ঢাকা : বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ক্রিকেট পর্বের পুরুষ ক্যাটাগরিতে সেমিফাইনালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। গতকাল বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মাঠে কোয়ার্টার ফাইনালে খেলায় স্টামফোর্ড ইউনিভার্সিটি'কে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্টেট ইউনিভার্সিটি। 

প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় স্টেট ইউনিভার্সিটি একাদশের অধিনায়ক সিফাত মোর্শেদ। স্টামফোর্ড ইউনিভার্সিটি তাদের নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫৯ রান সংগ্রহ করে। অন্যদিকে ৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্টেট ইউনিভার্সিটি ৮ উইকেট হাতে রেখেই ৬০ রান সংগ্রহ করে জয় তুলে নেয়।

খেলা চলাকালীন স্টেট ইউনিভার্সিটির হয়ে মাঠে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি স্পোর্টস একাডেমির প্রজেক্ট ডিরেক্টর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, স্পোর্টস কোডিনেটর মোহাম্মদ হামিদুর রহমান সাব্বির, মোহাম্মদ রাকিব হাসান, হাছান ইবনে মনিরসহ প্রমুখ।

এর আগের দিন মঙ্গলবার ২০ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটি'কে ৯ উইকেটে হারায় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

বলা বাহুল্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকার হাতির ঝিলের এম্ফিথিয়েটারে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্পেলবাউন্ডের পরিচালনায় সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী-পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেবে এ আসরে।

মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে এবারের আসরের প্রতিপাদ্য বিষয়, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এ আয়োজন। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test