E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে ভিসি মুক্ত, তবে চলবে আন্দোলন

২০২২ নভেম্বর ০৪ ২৩:৪৩:২০
অবশেষে ভিসি মুক্ত, তবে চলবে আন্দোলন

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : অবশেষে  টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ফরহাদ হোসেন তার কার্যালয় থেকে বের হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু  শিক্ষার্থী তার সঙ্গে ছিলেন।

তৃতীয় শ্রেণির ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে ভিসিকে তার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অবরুদ্ধ করেন কর্মচারীরা। তারা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে শুক্রবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যান। তারা দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই মিছিল উপাচার্যের কার্যালয়ে আসার পর সেখানে অবস্থান ধর্মঘটে থাকা কর্মচারীরা চলে যান। শিক্ষার্থীরা তালা খুলে ভিসির কার্যালয়ে প্রবেশ করেন। তারা ভিসিকে বাইরে আসার অনুরোধ জানান। ওই সময় ভিসি শিক্ষার্থীদের সঙ্গে বাইরে না এলেও পরে দুপুরে ছাত্রদের সাথে গিয়ে মসজিদে নামাজ আদায় করেন।

শিক্ষার্থীরা বলেন, 'অযৌক্তিক কিছু দাবি আদায়ের জন্য তৃতীয় শ্রেণির কর্মচারিরা ভিসি স্যারকে অবরুদ্ধ করে রাখে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এর বিচার চাই আমরা।'

তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এস এম মাহফুজুর রহমান বলেন, 'আমাদের কর্মবিরতি এখনও অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভিসি স্যার কার্যালয়ের বাইরে যাওয়ায় আমরা কোনো বাধার সৃষ্টি করিনি। অবস্থান ধর্মঘট শুরুর পরেই ভিসিকে জানানো হয়েছিল সকালে হাটা বা বিশেষ কোনো প্রয়োজন তিনি (ভিসি) কার্যালয়ের বাইরে যেতে পারবেন।'

ভিসি ফরহাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'তোমাদের সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন মহলে আলাপ আলোচনা অব্যাহত রেখেছি।'

(এসএএম/এএস/নভেম্বর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test