E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়োগ নিয়ে ধোয়াশা, যোগদানের পাঁচ দিন পর জানা গেল তিনি সঠিক প্রাথী নন!

২০২২ নভেম্বর ১৬ ০০:৫৮:১০
নিয়োগ নিয়ে ধোয়াশা, যোগদানের পাঁচ দিন পর জানা গেল তিনি সঠিক প্রাথী নন!

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সিকিউরিটি গার্ড পদে একজন মহিলা নিয়োগ নিয়ে ধোয়াশা সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে যোগদানকৃত ওই মহিলাকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ।

আটককৃত রাজিয়া সুলতানা (২১) কুড়িগ্রামের বাজিতপুর থানার বরোমারি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এস আই রেহেতেসাম জানান, একজনের পরিক্ষা আরেক জন দিয়েছে, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের এরুপ মৌখিক অভিযোগে আমি রাজিয়াকে আটক করি।

তিনি আরো বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লিখিত অভিযোগ দেয়নি, দিবেন বলে জানিয়েছেন।

ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান এর মুঠোফোনে বার বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

ইনস্টিটিউটের সিনিয়র সহকারী পরিচালক (চ.দা.) মাহমুদুল হাসান জানান, আমি এব্যাপারে আপনাকে কিছুই বলতে পারবোনা, আপনি প্রতিষ্ঠানটির পরিচালকের (সেবা ও সরবরাহ) সাথে কথা বলুন। তিনিই ঘটনা বলতে পারবেন।

ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহকারী পরিচালক (অ. দা.) ড. মোহাম্মদ কামরুল ইসলাম মতিন জানান, রাজিয়া গত ১০ নভেম্বর এখানে যোগদান করে, সে বোরখা পরিধান করায় তার চেহারা ঠিকমত দেখা যেতো না। হঠাৎ করেই

দুইদিন ধরে রাজিয়ার কথাবার্তায় আমাদের সন্দেহ হলে আমি উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানাই। পরিচালক (সাধারণ সেবা) মেয়েটিকে তার কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এতে তিনি বুঝতে পারেন পরিক্ষায় অংশ গ্রহণকারী আর যোগদানকৃত এই মেয়ে এক নয়। এরপর থানায় জানানো হয়।

এই সংবাদ লেখা পর্যন্ত রাজিয়া সুলতানা থানায় আটক আছে বলে জানা যায়।

(এআরএস/এএস/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test