E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউআইইউ ও এসইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর

২০২২ ডিসেম্বর ১৩ ১৭:২১:১৬
ইউআইইউ ও এসইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ১৩ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) সকাল ১১ টায় ইউআইইউ ক্যম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম মফিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইউআইইউ’র সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান।

ইউআইইউর মাননীয় উপাচার্য এবং এসইইউ’র মাননীয় উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউআইইউ বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান, এসইইউ বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আ.ন.ম মেশকাত উদ্দিন, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং-এর পরিচালক ফারহানা ফেরদৌসী সহ শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়নে কাজ করবে এবং সম্মিলিত গবেষণা গুলোকে উচ্চ মানের প্রকাশনায় প্রকাশ বা স্বনামধন্য জার্নালে ইনডেক্সভূক্ত করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের বিভিন্ন গবেষণায় যৌথ ভাবে গবেষণা অনুদান প্রদান করবে। ইতিমধ্যে দেশ ও বিদেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের সাথে এ ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে ৪.৫ কোটি টাকা বিভিন্ন গবেষণায় প্রদান করেছে। ইউআইইউ’র আইএআর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির সাথে সম্মেলিত গবেষণা সহযোগিতার পাশাপাশি গবেষণা অনুদান প্রদান করেছে। বর্তমানে আইএআর বছরে দুবার গবেষণা অনুদান প্রদান করে এবং ৭৫টিরও বেশি গবেষণা প্রকল্প চলমান রয়েছে।

(পিআর/এসপি/ডিসেম্বর ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test