E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

২০২৩ মার্চ ১৩ ১৮:৪১:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের দৌরাত্ম বেড়ে গেছে। আজ ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সন্ধ্যার পর থেকে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও তাদের আইডি কার্ড দেখাতে হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত গেট থাকায় এমন সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা গেটের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছি।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রেললাইনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের বিষয়ে তিনি বলেন, প্রথমে আমাদের শিক্ষার্থীরা অবরোধ করলেও পরে আর বিষয়টিতে তাদের নিয়ন্ত্রণ ছিল না। বহিরাগতরা এসে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে আন্দোলন বড় আকার ধারণ করে। এসব বিষয় খুঁটিয়ে দেখার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। তারা সব বিষয়ে খুঁটিয়ে দেখে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরইমধ্যে অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছি।

রাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে তাদের নিরাপত্তার জন্য মেস মালিক সভাপতি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বসে আলোচনা করবো। তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করে।

সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের ওপর যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের কাজের স্বাধীনতা রয়েছে। তারা যে কোনো জায়গায় ভিডিও ধারণ করতে পারেন।

এর আগে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষ চলে।

এদিকে, স্থানীয়দের ইটপাটকেল এবং পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে রাবির শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test