E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাবিপ্রবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

২০২৩ মার্চ ৩০ ১৭:৫৪:৫৬
হাবিপ্রবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

শাহী আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প (ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক) পরিচালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মীর রওশন আক্তার, প্রফেসর ড. মোঃ ফারুক ইসলাম, ড. মোঃ মমিনুল ইসলাম, ডাঃ মোঃ ইসমাইল হোসেন ও দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ হান্নান আলীসহ উক্ত অনুষদের লেভেল ৪ এর শিক্ষার্থীরা। মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে ১২৯ টি গরু, ১৫৬ টি ছাগল, ১৬৭ টি হাঁস-মুরগীসহ ৪৫২ টি প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে ছিল অসুস্থ প্রাণির চিকিৎসা প্রদান, গরুর ক্ষুরা রোগের টিকা প্রদান, ছাগলের মরণব্যাধি পিপিআর এর টিকা প্রদান, প্রজনন স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান, আগত খামারীদের প্রাণির খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

এ সময় সেখানে আগত খামারীরা এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এস/এসপি/মার্চ ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test