E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবুল কালাম আজাদ

২০২৩ জুন ০৯ ১৭:১৬:৫৩
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবুল কালাম আজাদ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হলেন ড. মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো: মাহমুদুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের  অনুরোধক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩ এর ১০ (১) ধারা অনুসারে আবুল কালাম আজাদকে কয়েকটি শর্তে নিয়োগ দেয়া হয়। 

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক। এবং তাঁর গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকএনায়েত মহল্লায় বলে জানা গেছে। ফলে নওগাঁ জেলায় আনন্দের জোয়ার বইছে। তাই প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা জানানো হচ্ছে একাধারে।

মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে আবুল কালাম আজাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তাঁর এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে নওগাঁর এক জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেখানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি অনুযায়ি চার বছর পর মন্ত্রিসভার বৈঠকে গত ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন পায়। এর পর গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। যেখানে ড. মোঃ আবুল কালাম আজাদকে উপচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়

এদিকে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান এখনো নির্বাচন না হলেও উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নওগাঁবাসী। কোথায় হবে বিশ্ববিদ্যালয়টি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে সকলের দাবি যোগাযোগ ব্যবস্থা ভালো, সকল সুবিধা যেন পায় এমন স্থানেই হোক বিশ্ববিদ্যালয়টি।

(ওএস/এসপি/জুন ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test