E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০, পরিস্থিতি উত্তপ্ত 

২০২৩ জুন ১৮ ১৭:৪১:৩৩
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০, পরিস্থিতি উত্তপ্ত 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শনিবার রাতে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে ক্যাম্পাস। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের আশংকা রয়েছে। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

শনিবার (১৭ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১১'টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রিয়াদ-সজল এবং আকাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, একটি অনুষ্ঠানে সিটে বসা নিয়ে শনিবার বিকেলে এক ছাত্রের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আকাশ, রিয়াদ ও সজলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে তারা বের করে দেন।তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের আবাসিক হলগুলো। শিক্ষার্থীরা হলের সামনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে মহড়া দেয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার পর হলের ছাত্ররা দুই গ্রুপে ভাগ হয়ে যায়। আকাশের সমর্থকরা ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ বেধে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া হলেও ভাঙচুর চালায়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার গভীর রাত পর্যন্ত সংঘর্ষে আহত ২৪ জনকে ভর্তি করা হয়।তবে রবিবার সকালে আহতরা সকলে হাসপাতাল ত্যাগ করে।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়,সাব্বির (২৫), শরিফ ফকির (২৫), নাফিজ (২৫), আশিক (২৩),লাবীব (২৫), টিমন ঘোষ (২৬), সাদিক (২৩), ইসমাইল (২৫), রায়হান (২৩), সৌমিক (২৫), সানি (২৫), মোর্শেদ (২৫), কামরুজ্জামান (২৫), সজিব (২৪), সোহাগ (২৫), রাসেল (২৩), ওয়াকিল (২৩), সালেহ আহম্মেদ (২৫), প্রিয় (২২), আশিক (২২), রিপন (২৪), ইয়ালিত (২২),রিয়াজকে (২৪) ও আরিফ (২২)কে।

সূত্রটি জানায়, গ্রুপগুলোতে মূলত: কোন ধরনের সমঝোতা না থাকায় প্রতিটি গ্রুপের পদবিহীন নেতা তাদের প্রভাব বিস্তার করতে চায় । অবৈধভাবে প্রভাব বিস্তার করতে গিয়ে তাদের মধ্যে এই মাঝে মাঝে বাক-বিতন্ডতা ও মারামারি থাকে। সূত্রটির মতে, পরিণতি খুবই খারাপ দিকে এগোচ্ছে ।এটাকে খুব তাড়াতাড়ি কঠোর হস্তে দমন করা না হলে পূর্বের মত আবারো হত্যাকান্ডের পুনরাবৃত্তি হতে পারে। এছাড়া যারা ক্যাম্পাসে নিজেদেরকে ছাত্রনেতা হিসেবে দাবি করে তারা সিট বাণিজ্যের সঙ্গে জড়িত এবং তাদের কিছু নেতার ছাত্রত্ব নেই। কিন্তু তারপরও নেতারা হল দখল করে সিট বাণিজ্যের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে।এমন অভিযোগ অনেকের।

এ ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।শিক্ষার্থী‌দের সঙ্গে আলোচনাও হয়েছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হ‌য়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না যায়, সে বিষয়টি দেখছে পুলিশ-প্রশাসন।

তবে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আকাশ কিংবা রিয়াদ-সজল গ্রুপের কেউ কথা বলতে রাজি হয়নি।

নাম প্রকা‌শে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ঘটনার সূত্রপাত মুলত: হলের আসন ভাগাভা‌গি নিয়ে। কয়েক‌ দিন আগে জিয়াউর রহমান হলের কিছু আসন আকাশ পক্ষের ও সজল-‌রিয়াদ পক্ষের মধ্যে ভাগাভা‌গি নিয়ে কথা কাটাকা‌টি হয়। তারই রেশ ধরেই এই সংঘর্ষ।

(এস/এসপি/জুন ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test