E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরকৃবিতে কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আব্দুল বাছেত মিয়া

২০২৩ জুন ১৯ ১৮:১৫:৩৮
বশেমুরকৃবিতে কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আব্দুল বাছেত মিয়া

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি)’র কৃষি অনুষদের ডিন হিসেবে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া গত ১৪ জুন বুধবার নিয়োগ পয়েছেন। 

প্রফেসর মিয়া ১৯৬৫ সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী কুড়িপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৬ সালে প্রথম শ্রেণিতে স্নাতক কৃষি অনার্স (মেধায় ৪র্থ স্থান) এবং ১৯৮৮ সালে ফসল উদ্ভিদবিদ্যায় প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয়ে পোষ্ট ডক্টরাল গবেষণা করেন।

প্রফেসর আব্দুল বাছেত ১৯৯০ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র ফসল শরীরবিজ্ঞান বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি ২০১৯ সালে সিলেকশন গ্রেড-১ প্রাপ্ত হন। প্রফেসর আব্দুল বাছেত একাধিক পুস্তকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।

(এস/এসপি/জুন ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test