E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজে অনার্স চালু হওয়ায় আনন্দ মিছিল

২০১৪ নভেম্বর ০৩ ১৮:২৮:০৮
কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজে অনার্স চালু হওয়ায় আনন্দ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে দীর্ঘ ৪৪ বছর পর দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নপূরন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় গোটা উপকূলীয় এলাকায় উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নপূরনের আনন্দ ও উৎসব বিরাজ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৭তম অধিমুক্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১২ অক্টোবর এ সংক্রান্ত চিঠি কলেজে এসে পৌছলে শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়ে।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্র-ছাত্রীরা। আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে এক আনন্দসভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ কলেজ কমিটির সভাপতি সৌরভ সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাধারন সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মিলন, আল মামুন আজিম নাজমুল আহসান প্রমুখ।


এদিকে কলাপাড়া শহরের প্রাচীন এ প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু হওয়ায় আনন্দিত ছাত্র-ছাত্রীরা। এতে সবচেয়ে বেশি উপকৃত হবে দরিদ্র ছাত্র-ছাত্রীরা। কলাপাড়ায় ছয়টি কলেজ থাকলেও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরই ছাত্র-ছাত্রীদের কলাপাড়ার বাইরের কলেজে অনার্সে ভর্তির জন্য যুদ্ধ করতে হচ্ছে। অনেক গরীব শিক্ষার্থী টাকার জন্য লেখাপড়া বন্ধ করে দিতে হচ্ছে। কলাপাড়ায় অনার্স কোর্স চালু হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া কমবে এবং উপকূলীয় এলাকায় শিক্ষার মান বাড়বে বলে অভিভাবকদের আশা।

কলেজ ছাত্রী সুস্মিতা জানায়, এইচএসসি পাশ করার পর কোথায় ভর্তি হবো এ নিয়ে চিন্তায় ছিলাম। এখন এই কলেজেই বাসায় থেকে অনার্সে পড়তে পারব।

কলেজ অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, এ বছর বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে দুইশ ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি তারা পেয়েছেন। গত ২৭ অক্টোবর এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। অনলাইনের মাধ্যমে গত ৩০ অক্টোবর থেকে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা আবেদন শুরু করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

(এমকেআর/এএস/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test