E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের গবেষণাপত্র লেখা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ

২০২৩ নভেম্বর ২৭ ১৭:০৬:০১
বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের গবেষণাপত্র লেখা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের গবেষণাপত্র লেখা ও প্রকাশনা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ভবনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বশেমুরবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। আগামী ২৯ নভেম্বর (বুধবার) প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, ‘গবেষণাপত্র লেখার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে চাই কোয়ালিটি সম্পন্ন শিক্ষক। কেননা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ শিক্ষক প্রয়োজন। তাই শিক্ষকরা নিজের জন্য যা শিখবেন, তা আগামীতে দেশের জন্য কাজে লাগবে।’

তিনি আরো বলেন, আমাদের নতুন বিশ্ববিদ্যালয়, শিক্ষক কম, অনেক সমস্যা রয়েছে। শুরুতে এমনটা থাকে। তবে এর মধ্যেও মজা আছে। শিক্ষকরা অনেক বেশি শেখার সুযোগ পাচ্ছেন। একটা সময় যারা নিজেদের দক্ষতা শিক্ষার্থীদের বিলিয়ে গর্ব করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রথমদিনে প্রকৌশল অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের অধ্যাপক ড. নরোত্তম কুমার রায় এবং বিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস।

মঙ্গলবার প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন করাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন জীববিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন পরিচালনা করবেন।

বুধবার প্রশিক্ষণ কার্যক্রমের শেষদিনে কৃষি অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন করাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান এবং ওই দিন বিকেলে বিজনেস স্টাডিস অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় আরো বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন।

এ প্রশিক্ষণে বশেমুরবিপ্রবি’র সব অনুষদের প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশ নিয়েছেন।

(টিবিএসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test