E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চবির মূল ফটকে তালা

২০১৪ নভেম্বর ১০ ১২:১০:৪৬
চবির মূল ফটকে তালা

চবি প্রতিনিধি : ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা লাগানো হয়েছে।

বগিভিত্তিক দল ভিএক্স’র নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তালা লাগিয়ে দেয়।

এ ছাড়া রবিবারের ঘটনাকে কেন্দ্র করে সোমবারও ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবারের ঘটনাকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের নেতাকর্মীরা ষোলশহর স্টেশনে শাটল ট্রেন আটকে দেয়। এ সময় তারা রেললাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ষোলশহর রেল স্টেশন এলাকায় ভিএক্স কর্মী পলাশকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। পলাশ চবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর প্রতিবাদে ও নিজ গ্রুপের নেতাকর্মীদের মারধরকারীদের বিচারের দাবিতে ভিএক্স কর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে চবি ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা রাশেদ হোসাইন বলেন, ‘তাদের নেতাকর্মীদের মারধরের কারণে যদি আমাদের নেতাকর্মীদের বহিষ্কার করতে পারে তবে আমাদের নেতাকর্মীদের মারধরের জন্য তাদের নেতাকর্মীদেরও বহিষ্কার করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

সিএফসি নেতা ও বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

এ বিষয়ে জানাতে চাইলে হাটহাজারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

(ওএস/এইচআর/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test