E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাবি শিক্ষক হত্যাকাণ্ডের দায় স্বীকার !

২০১৪ নভেম্বর ১৬ ০৮:৫২:০১
রাবি শিক্ষক হত্যাকাণ্ডের দায় স্বীকার !

ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফিউল ইসলাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ (Ansar al Islam Bangladesh-2) নামের একটি সংগঠন!

হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজ খুলেছে সংগঠনটি। রহস্যে ঘেরা থাকলেও বিষয়টি উদঘাটনে শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকেই চেষ্টা চালাচ্ছে পুলিশ। আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে ওই সংগঠনটি ফেসবুকে পেইজ খুললেও বাস্তবে তাদের কর্মকাণ্ড এখনও ওইভাবে চোখে পড়েনি।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, উগ্রবাদী সংগঠনের কেউ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেসবুকে এ পেইজ খুলতে পারে। তাই বিষয়টি বেশ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। রাবি শিক্ষক ড. শফিউল ইসলাম লেলিনকে হত্যার দায় স্বীকার করে তার বিভিন্ন বক্তব্য উল্লেখ হয়েছে ওই পেইজে।

পেজের এক পোস্টে লেখা আছে :

এ কে এম শফিউল ইসলাম
অপরাধঃ এপ্রিল ২০১০
শাস্তি প্রদানঃ নভেম্বর ২০১৪
We Don’t Forget. Insha’Allah we will NOT Forget Others.
Photo: এ কে এম শফিউল ইসলাম অপরাধঃ এপ্রিল ২০১০ শাস্তি প্রদানঃ নভেম্বর ২০১৪ We Don’t Forget. Insha’Allah we will NOT Forget Others.

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে স্ট্যাটাস দেয়া হয়েছে।

সেই স্ট্যাটাসে বলা হয়-

‘আল্লাহু আকবার !!!

আল্লাহু আকবার !!!

আল্লাহু আকবার !!!

আমাদের মুজাহিদীনরা আজকে রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছেন যে তার ডিপার্টমেন্টে ও ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিল।

আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শক্তিতে ও আল্লাহর অনুমতিতে মুজাহিদীনরা আজকে এই মুরতাদকে কতল করেছেন।

ইসলাম বিরোধী সকল নাস্তিক-মুরতাদ সাবধান !!!’

সেই পেজে দৈনিক সংগ্রাম পত্রিকার একটি সংবাদের বেশকিছু লাইন তুলে দিয়ে বলা হয়-

‘এ কে এম শফিউল ইসলামের অপরাধ- ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগে দাড়ি কাঁটা ও পাঞ্জাবি-পায়জামা না পরার শর্তের শিক্ষক নিয়োগের পর ছাত্রীদের বোরকা পরে ক্লাস না করার নির্দেশ দিয়েছে বিভাগীয় সভাপতি ড. এ কে এম শফিউল ইসলাম। – দৈনিক সংগ্রাম, শনিবার ০৩ এপ্রিল ২০১০

আজ এই মুরতাদ তার যথাযথ প্রতিদান পেয়েছে, আলহামদুলিল্লাহ।’

‘এ কে এম শফিউল ইসলামের অপরাধ- ২

এ ব্যাপারে রাবির সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বদম্ভে বলেন, “এটি বিভাগীয় কোন সিদ্ধান্ত নয় কিন্তু আমি আমার ক্লাসে কোন ছাত্রীকে বোরকা পরে ক্লাস করতে দেব না”।

তিনি আরো বলেন, কোন সাংবাদিক এ নিউজ করলে তিনি তাকে দেখে নেয়ার হুমকি দেন।- দৈনিক সংগ্রাম, শনিবার ০৩ এপ্রিল ২০১০’

‘এ কে এম শফিউল ইসলামের অপরাধ- ৩

“এখন নতুন করে বেশ কিছুদিন ধরে বিভাগীয় সভাপতি ও সদ্য নিয়োগ পাওয়া শিক্ষক নাজমুল হকের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের বোরকা পরার জন্য ক্লাসে নানা ভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলে একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

তিনি বোরখা পড়ার জন্য ক্লাসে থেকে বের করে দেয়া, দাঁড় করিয়ে রাখাসহ পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার অব্যাহত হুমকি দিচ্ছেন।

তিনি ক্লাসে মধ্যযুগীয় পোশাক বোরখা পরা যাবে না এটা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোন পোশাক হতে পারে না বলে সতর্ক করে দিয়েছেন।

যে সব ছাত্রী চার পাঁচ বছর ধরে শ্রেণীকক্ষে বোরকা পরে আসতো তারাও বোরকা খুলে আসতে বাধ্য হচ্ছে। এবং ছোট থেকে যেসব শিক্ষার্থী বোরকা পরে আসছে তারাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বোরকা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এবং অনেকে ক্লাস করা বন্ধ করে দিয়েছে।

- দৈনিক সংগ্রাম, শনিবার ০৩ এপ্রিল ২০১০’

পেজটির সম্পর্কে লেখা আছে : We are the Helpers of Shariah in Bangladesh. We are Mujahideen fi Sabilillah.

পেজটি ফেসবুকে তৈরি করা হয়েছে প্রায় ১৪ ঘণ্টা আগে এবং পেজটির বর্তমান লাইক সংখ্যা ২৩৭।

এব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ নামে আদৌ কোনো সংগঠন আছে কি না, নাকি হত্যাকাণ্ড ভিন্ন খাতে নেওয়ার কৌশল- তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দু'জন অংশ নেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী হাসিব ও দিপু নামের দুজনকে আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলার শিকার হন অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ওএস/অ/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test