E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাবিপ্রবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

২০১৪ নভেম্বর ১৬ ১৬:৫৮:৩০
হাবিপ্রবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

দিনাজপুর  প্রতিনিধি : দুই ছাত্রের বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভাইস চ্যান্সেলরের অপসারণের দাবিতে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট আহ্বান করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আজ এই ধর্মঘটের ডাক দেয় নেতৃবৃন্দ।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রের বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসির অপসারনের দাবিতে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ দুপুরে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ভিসির কুশপুত্তলিকা দাহ্য করে।

এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ইফতেখারুল ইসলাম রিয়েল আগামী কাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ঘোষণা দেয়। এই ধর্মঘট চলাকালীন, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় নকলের সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বাহিস্কার করে। এরপরই আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা।

(এটি/এএস/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test