E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৪ নভেম্বর ১৮ ১৭:১৫:১৯
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম খায়রুল আলম খান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকার, সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(এমএইচএম/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test