E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বশেমুরকৃবিতে থিসিস লেখনির উপর দিনব্যাপী প্রশিক্ষণ 

২০২৪ মে ১৩ ১৮:০৬:৪২
বশেমুরকৃবিতে থিসিস লেখনির উপর দিনব্যাপী প্রশিক্ষণ 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সফলতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে থিসিস লেখনির উপর এক চমকপ্রদ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়ে‌ছে।

সোমবার (১৩ মে) সকা‌লে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণটি ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল ল্যাবে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, আইকিউএসি পরিচালক ও অত্র প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. দীনেশ চন্দ্র সাহা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শিক্ষার্থী এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন।

বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, থিসিস প্রফেশনাল এবং প্র্যাকটিক্যাল উভয় জীবনের ক্ষেত্রে সমভাবে গুরুত্ব রাখে। কেবল একটি প্রকাশনাই শিক্ষার্থীদের জীবনকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক পরিচিতিও লাভ করে থাকে বলে ভাইস-চ্যান্সেলর তুলে ধরেন। তবে যারা কঠোর পরিশ্রমী এবং সময়ের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করেন তারাই কেবল দিনশেষে এ সফলতার স্বাদ গ্রহণ করবেন বলেও মন্তব্য করেন তিনি। একটি থিসিস পরবর্তী পিএইচডিসহ যেকোন উচ্চশিক্ষায় পদার্পণের অন্যতম মানদন্ড হওয়ায় শিক্ষার্থীদের এ বিষয়ে অধিকতর অনুশীলন ও বই পড়ার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ বিষয়ে শিক্ষার্থীদের যে কোন পরামর্শ থাকলে তা সাদরে গৃহীত হবে বলেও ভাইস-চ্যান্সেলর আশ্বস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ শিক্ষার্থীদের থিসিস লেখার বিবিধ প্রক্রিয়ার নমুনাস্বরূপ অবজেক্ট রাইটিং, লিটারেচার রিভিউসহ শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তা সংশোধনকল্পে দিক নির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী এম এস পর্যায়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষকবৃন্দ যাদের মধ্যে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, উড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ।

(এস/এসপি/মে ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test