E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবির শিক্ষক হত্যা মামলায় ৮ জন ফের রিমান্ডে

২০১৪ নভেম্বর ২৪ ১৪:০৪:৪২
রাবির শিক্ষক হত্যা মামলায় ৮ জন ফের রিমান্ডে

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে ৮ জনকে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আখতার সোমবার বেলা ১২টার দিকে এ আদেশ দেন।

এর আগে শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গ্রেফতারদের দুই দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৮ জনকে আরো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি জানান, গ্রেফতার ১১ জনের মধ্যে জিন্নাত আলী, সাগর ও আরিফ শিক্ষক হত্যা মামলায় অংশ নিয়েছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এই তিনজনসহ বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হয়ে আসবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে নগরীর চৌদ্দপায় এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন শফিউল ইসলাম লিলন। এ ঘটনায় রবিবার রাতে রাবির রেজিষ্ট্রার এন্তাজুল হক বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test