E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তিপূর্ণ পরিবেশে ইবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০১৪ নভেম্বর ২৭ ১৮:৪০:৩৯
শান্তিপূর্ণ পরিবেশে ইবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও  শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৫টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১টি আসনের বিপরীতে প্রায় ৬০ জন পরীক্ষার্থী অর্থাৎ ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে ৮৭,৩১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল সন্তোষজনক। ইতোমধ্যে এ, বি, সি ও এইচ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.iu.ac.bd এ সকল ইউনিটের ফলাফলের বিস্তারিত জানা যাবে। ভর্তি কার্যক্রম শেষে ২৬ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে ।

২৭ নভেম্বর “জি” ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল ছাত্র সংগঠনের মধ্যে ছিল সহাবস্থান। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা সার্বক্ষণিক ক্যাম্পাস পরিস্থিতি তদারকি করেন।

এছাড়া ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা নজরদারিতে রাখে। পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেন ও রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিনসহ হল পরিদর্শন টিমের সদস্যরা নিয়মিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।

(কেকে/এএস/নভেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test