E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট

২০১৪ ডিসেম্বর ০৮ ০৮:০১:৪৭
রাবিতে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট

রাবি প্রতিনিধি : আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রবিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার সামনে থেকে ধর্মঘটের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান অলিন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠিনক সম্পাদক রাজু আহমেদ মামুন, কৃষি অনুষদের আহবায়ক শাফিসহ নেতাকর্মীরা।

আসাদুজ্জামান অলিন ধর্মঘটের তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ আইনবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমাদের ১৯ নেতাকর্মীকে আটক করেছে। তাদের মুক্তির দাবিতে সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে রাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে ছাত্রদল। সোমবারের মধ্যে যদি আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়া না হয় তাহলে মঙ্গলবার থেকে এই ধর্মঘট অব্যাহত রাখবে ছাত্রদল।’

উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর স্কুল এ্যান্ড কলেজ থেকে বৈঠক চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ১৯ নেতাকর্মীকে আটক করে মতিহার থানা পুলিশ।

(ওএস/এটিআর/ডিসেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test