E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবিতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ

২০১৪ ডিসেম্বর ২২ ১২:২১:০৫
চবিতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি : আইনশৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ।
সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলা জানিয়েছেন।

চবি সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠনর ভিএক্স ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষে তাপস সরকার নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হন। এই হত্যাকাণ্ড নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে দায়ী করে সংবাদ সম্মেলন, অবরোধের ডাকসহ বিভিন্ন কর্মসূচি দেয়।এ ধরনের কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৫৮ ও ৪৮০ সভার সিদ্ধান্তক্রমে আইনশৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও রেল স্টেশন চত্বরে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোডাউন এবং মানববন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলা জানান, আগে থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও তা অনেকটা শিথিল ছিল। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ববিদ্যালয় এলাকায় সভা সমাবেশসহ অন্যান্য কর্মসূচি পালন করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test