E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবিতে ছাত্রদলকর্মীকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ

২০১৪ ডিসেম্বর ২৪ ২৩:৩৫:১০
জাবিতে ছাত্রদলকর্মীকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সালাম বরকত হল থেকে আশরাফুল (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪২ ব্যাচ) নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রদলের ঘোষিত নানা কর্মসূচিতে যোগ দেয়ার অভিযোগে জাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক তারেক হাসান ও কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়ের নেতৃত্বে ৭-৮ জন ছাত্রলীগ নেতাকর্মী আশরাফুলকে মারধর করে হল থেকে বের করে দেয়।

ছাত্রদল শহীদ সালাম বরকত হল শাখা আহ্বায়ক রাকিবুল হাসান লেলিন বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী নীতি বাস্তবায়ন স্বরূপ ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে।

জাবি ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক তারেক হাসান বলেন, ‘বিজয় দিবসে ছাত্রদলের কর্মসূচিতে যাওয়ায় তাকে হল থেকে বের করে দেয়া হয়েছে। এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ছাত্রদল করায় কাউকে মারধর করা হয়নি। হলে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তাকে বের করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

(এনআইবি/অ/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test