E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির সঙ্গে অরুণা পল্লীর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা চুক্তি

২০১৪ ডিসেম্বর ২৯ ১৬:১০:৫২

নিশাত ইমতিয়াজ বিজয়, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে সাভারের সিএন্ডবি সংলগ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের (অরুণা পল্লী) বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় অরুণা পল্লীর বর্জ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংগ্রহ করবে। এ জন্য অরুণা পল্লী চুক্তি মোতাবেক অর্থ প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি সংগৃহীত এ বর্জ্য থেকে গ্যাস উৎপাদন করবে।

সোমবার উপাচার্য অফিস কক্ষে অরুণা পল্লীর পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল হাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বর্জ্য ব্যবস্থাপনা প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. খবির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অরুণা পল্লীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বসবাস করেন।

(এনআইবি/অ/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test