E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবি উপাচার্যের বাসভবনে ককটেল, ছাত্রদল নেতা আটক

২০১৫ জানুয়ারি ১৯ ২২:৫০:৪০
জাবি উপাচার্যের বাসভবনে ককটেল, ছাত্রদল নেতা আটক

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ করে ছাত্রদলকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে ছাত্রদলের হল শাখার এক নেতাকে আটক করে।

সোমবার রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটালে শিক্ষার্থী ও আশপাশের লোকজনের সহায়তায় ছাত্রদলের ওই নেতাকে আটক করে নিরাপত্তাকর্মীরা।

নিরাপত্তা কর্মীরা জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী উপাচর্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় অসীম আহমেদ অনীক নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়।

অসীম আহমেদ অনীক দর্শন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনা প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আটকৃতকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

(ওএস/অ/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test