E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালের ব্যাপক প্রভাব ঢাবিতে

২০১৫ জানুয়ারি ২৯ ১৬:০১:১৬
হরতালের ব্যাপক প্রভাব ঢাবিতে

ঢাবি প্রতিনিধি : অবরোধের ২৪তম দিনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে ব্যাপক প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাতেগোনা কয়েকটি বিভাগে দুয়েকটি ক্লাস হলেও ছিল না শিক্ষার্থীদের তেমন উপস্থিতি। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো।

কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারও খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নিয়মিত বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। সেমিস্টার পদ্ধতি চালু থাকায় ক্লাস হোক বা না হোক পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। তাই শিক্ষাথীদের সিলেবাসের বৃহৎ একটি অংশ অজানা থেকে যাচ্ছে। আর এই অজানার মধ্যেই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেশনজটে পড়ার সম্ভাবনা জেগে উঠেছে বেশকিছু বিভাগের।

এদিকে অন্যান্য দিনের মত আজও ছাত্রদল-শিবির ক্যাম্পাসে প্রবেশ করতে পারে এমন আশঙ্কায় মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে ছাত্রদল-শিবিরের কোন নেতা-কর্মীকে ক্যাম্পাসে কোথাও কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ আলী বলেন, ‘হরতাল-অবরোধকে পুঁজি করে ক্যাম্পাসে কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা সজাগ রয়েছেন।’

(ওএস/এটিআর/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test