E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির জসীম উদদীন হলে আগুন দেওয়ার চেষ্টা

২০১৫ ফেব্রুয়ারি ০২ ১৭:৫৯:২৩
ঢাবির জসীম উদদীন হলে আগুন দেওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের অতিথি কক্ষে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। কক্ষটিতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সোমবার বেলা পৌনে চারটার দিকে আগুন লাগানোর এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি হল প্রশাসন।

আগুনে অতিথি কক্ষের একটি সোফার পুরোটা পুড়ে গেছে। আরও কয়েকটি সোফাসহ ক্ষতিগ্রস্ত হয় কক্ষের দেয়ালও।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে চারটার দিকে হঠাৎই অতিথি কক্ষের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ভেতরে গিয়ে দেখা যায় একটি সোফা দাউদাউ করে জ্বলছে। পরে হল কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শিক্ষার্থীরা।

এদিকে আগুন নেভানোর জন্য পানি ঢালা হলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ পানির ওপরে ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ওই কক্ষ থেকে প্লাস্টিকের একটি ২৫০ মিলির বোতল উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের ধারণা এই বোতলে করেই কেউ দাহ্য পদার্থ নিয়ে এসে আগুন লাগাতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে কবি জসীম উদদীন হল প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে হলে এখনো যাইনি।

আগুন লাগার ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test