E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবি’র দুই শিক্ষার্থী কোরিয়াতে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ এ মনোনিত

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৮:০৮
ইবি’র দুই শিক্ষার্থী কোরিয়াতে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ এ মনোনিত

কুষ্টিয়া প্রতিনিধি : কোরিয়াতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ এ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ড তাদেরকে মনোনিত করেছে।

আগামী ৩ থেকে ১৪ জুলাই কোরিয়ায় গুয়ানজুতে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ ক্রীড়ার এ আসর ‘২৮তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ অনুষ্ঠিত হবে। প্রতি দুই বছর পর পর এই বৃহৎ ক্রীড়া আসর অনুষ্ঠিত হয়। এই আসরে বাংলাদেশ থেকে একজন পুরুষ ও একজন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করার সুযোগ পায়।

এবছর এ গেমস এ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থী ফিরোজ হোসেন ও তাসলিমা আক্তার। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের সভায় তাদেরকে মনোনিত করা হয়। গত দুই বছর অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় গেমস এ সেরা এ্যাথলেট হওয়ায় তাদেরকে এ মনোনয়ন দেয়া হয়েছে।

দেশের ইতিহাসে এই প্রথম দু’জন খেলোয়াড় একই বিশ্ববিদ্যালয় থেকে ‘ওয়াল্ড ইউনিভার্সিটি গেমস’ এ অংশগ্রহণ করার সুযোগ পেল।

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ এ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মনোনিত করায় আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. সোহেল।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল এ তথ্য জানান।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test