E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

২০১৫ এপ্রিল ১৪ ২০:৪১:২০
এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সিলেট প্রতিনিধি : বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ দখল ও মাইকে নাম ঘোষণা নিয়ে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। এ সময় কলেজ ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয়-কামরুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

সংঘর্ষের ফলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে নির্ধারিত সময়ের আগেই বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে হয়েছে আয়োজকদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চের মাইকে সাংস্কৃতিক পরিবেশনার মাঝে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। এই পরিচয় পর্ব থেকে হিরণ মাহমুদ নিপুর নাম ঘোষণা না করায় তিনি ও তার সমর্থকরা ক্ষুব্ধ হন। এ সময় মঞ্চের নিয়ন্ত্রণে ছিল সঞ্জয়-কামরুল গ্রুপের নেতাকর্মীরা।

এর জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে নিপু গ্রুপের আকাশ ও ডায়মন্ডের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী কায়সর, সবুজ ও আইয়ূব আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(ওএস/অ/এপ্রিল ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test