E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়েট জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা

২০১৫ এপ্রিল ৩০ ১২:৪১:২০
চুয়েট জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বুধবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ ঘোষণা দেন। ‘ভেরিয়েশন অ্যান্ড হিস্ট্রিক্যাল চেঞ্জ অব টেম্পারেচার অ্যান্ড রেইনফল ওভার বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে পুরকৌশল বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রকৌশলীদের আরও অনেক কিছু করার আছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে জীবনধারা কীভাবে গড়ে তোলা যায় সে লক্ষে আমাদের গবেষণা এবং তা থেকে প্রাপ্ত ফলাফল প্রয়োগ করতে হবে। এরই অংশ হিসেবে চুয়েটের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই এর স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা এবং এ বিষয়ে তথ্য বিনিময় যৌথভাবে সম্পাদন করা যাবে।

উপাচার্য বলেন, চুয়েটে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এতে কিছু মৌলিক গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিপদ মোকাবেলার বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম পরিচালিত হবে। ধরা যাক- বঙ্গোপসাগরে, ভারত মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা ওঠানামার সঙ্গে এখানে কি পার্থক্য, কতটুকু প্রভাব, বৃষ্টিপাত বা খরার মাত্রা কেমন হবে, ফসল উৎপাদনে কি সমস্যা-সম্ভাবনা থাকবে প্রভৃতি এ সেন্টারের কার্যক্রমে উঠে আসবে।

এ সব বিষয় আগাম জানা থাকলে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আরও অগ্রগতির পথে এগিয়ে যাওয়া যাবে। এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় জানিয়ে দেয়া হবে কখন ফসল ফলাতে হবে, কখন কি অবকাঠামো নির্মাণ করা উচিত বা অনুচিত হবে, ১০০/২০০ বছর আগের তথ্যাদিও থাকবে। যার ফলে ওই সময়ের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষণা ও সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এর ফলে একটি সচেতনতাও আসবে।

সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিয়াজ আক্তার মল্লিক।

মূল প্রবন্ধকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সারা বিশ্বেই নানা উদ্বেগ আছে। এর ফলে বৃষ্টিপাতের আধিক্য, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। বাংলাদেশও এসব ঝুঁকির মধ্যে আছে।

মূল প্রবন্ধে আরও জানানো হয়, গত ৫০ বছরে বাংলাদেশের তাপমাত্রা গড়ে ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে এবং এলাকাভেদে তাপমাত্রা ২ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাতও এই সময় বেড়েছে গড়ে প্রায় ২৫০ মি.মি.।

প্রবন্ধকার আরো বলেন, ভবিষ্যতে গরম ও শীত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ুর এই পরিবর্তন আমাদের দেশে বিশেষ করে খাদ্য ও কৃষিতে বিরূপ প্রভাব ফেলবে। এহেন সংকট মোকাবেলায় আমাদের সুনির্দিষ্ট ও যুগোপযোগী কর্মপরিকল্পনা ও নীতি নিয়ে এগিয়ে যেতে হবে।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের পরিচালক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

(ওএস/পিবি/এপ্রিল ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test