E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির ২৫ শিক্ষকের পদত্যাগ

২০১৫ মে ০২ ১৫:২৪:৪০
জাবির ২৫ শিক্ষকের পদত্যাগ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ভূতাতত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২৫ শিক্ষক পদত্যাগ করেছেন। শনিবার দুপুর ১ টার দিকে রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগ পত্র জমা দেন।

 

সিন্ডিকেটের সিদ্ধান্তে ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবন এর ৩য় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা গণ পদত্যাগ করেন।

শনিবার অনুষ্ঠিত স্ব স্ব বিভাগীয় সভায় এ দুই বিভাগের শিক্ষকরা গণ পদত্যাগের সিদ্ধান্তে একমত হন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পদত্যাগকারী শিক্ষকরা হলেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক মো.এমদাদুল ইসলাম, অধ্যাপক ড. আকরাম হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক লিটন জুড রোজারিও, সহযোগী অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক সনজিৎ কুমার সাহা, স্বর্ণালী বসাক, তানজিলা রহমান ও তাহমিনা হাশেম।

এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পদত্যাগকারী শিক্ষকরা হলেন, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. জুল্লে জালালুর রহমান, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন খান, সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হক, সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক মাজেদা ইসলাম, সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম, প্রভাষক মো. সাখাওয়াত হোসেন ও মাহমুদা খাতুন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক মাজেদা ইসলাম বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরী বিভাগীয় সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ গণ পদত্যাগ এবং সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

গণ পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বিভাগের সব শিক্ষকই পদত্যাগ করার বিষয়ে একমত হয়েছেন। আজ আমরা সবাই পদত্যাগপত্র জমা দেব।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবনে এর নব নির্মিত তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। ভবন বরাদ্দ নিয়ে এই তিন বিভাগের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়। এই অচলাবস্থা নিরসনে গত ৭ এপ্রিল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল শুক্রবার সিন্ডিকেট সভায় ভবনের তৃতীয় তলায় প্রায় ২৭ হাজার স্কয়ার ফিট পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়।

(ওএস/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test