E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ মে ০৪ ১৫:৩৪:৩৯
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলায় আইন ও মুসলিম বিধান বিভাগ ৫-০ গোলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। আইন ও মুসলিম বিধান বিভাগের পক্ষে ৪টি গোল করে বিজয় এবং ১টি গোল করে মাছুম।

অপরদিকে আন্তঃহল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সাদ্দাম হোসেন হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং সাদ্দাম হোসেন হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ও খেলাধুলায় যথেষ্ট সুনাম রয়েছে। এই সুনামকে আরও বৃদ্ধির লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী ২৩ মে হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শৃঙ্খলার দিক দিয়ে আমাদের যথেষ্ট সুনাম থাকায় এখানে প্রতিযোগিতার স্থান নির্ধারণ করা হয়েছে। এজন্য স্থান নির্ধারকদের জানাই ধন্যবাদ। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাতে জয়-পরাজয় থাকবেই। যারা পরাজিত হয়েছ, মন খারাপের কিছু নেই। কারণ সকল পরাজয়ের মধ্যে আছে জয়ের সূচনা। সবচেয়ে বড় কথা অংশগ্রহণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, সভায় স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল।

সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

(কেকে/এএস/মে ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test