E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবিতে শিক্ষক সমিতির মৌন মিছিল

২০১৫ মে ১১ ১৬:০৯:০৮
জাবিতে শিক্ষক সমিতির মৌন মিছিল

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশ সার্জেন্টসহ অভিযুক্তদের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনারের পশ্চিম পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক’শ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাচ ধারণ করে মাববন্ধনে অংশ নেয়।

মাববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পুলিশ সার্জেন্টকে স্থায়ী বরখাস্তের দাবি জানান।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাফরুহী সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপর কোনো ধরনের অন্যায় করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে। অবিলম্বে অভিযুক্ত পুলিশ সার্জেন্টকে স্থায়ী বরখাস্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি।’

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনানা ফাহাদ বলেন, সার্জেন্ট ইমরানের মত অপরিণামদর্শী কর্মকর্তা বাংলাদেশ পুলিশে থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশ পুলিশ তথা রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষার জন্যই তার সর্বোচ্চ শাস্তির প্রয়োজন।

মানববন্ধন শেষে শিক্ষকরা একটি মৌন মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত এক সামবেশে মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক মুহা. হানিফ আলী, অধ্যাপক ড. অসিত বরন পাল, অধ্যাপক ড. আবু দায়েন, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জাবির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহাম্মেদকে লাঞ্চিত করে পুলিশ সার্জেন্ট ইমরান ও তার সহকর্মীরা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

(ওএস/এএস/মে ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test