E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবি’র ক্লাবের নির্বাচনে তপন সভাপতি ও সাহেদ সম্পাদক

২০১৫ মে ১২ ১৯:০৩:৫১
ইবি’র ক্লাবের নির্বাচনে তপন সভাপতি ও সাহেদ সম্পাদক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে।

নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক গত ২৬ এপ্রিল নির্বাচনী তফসীল জারি করলে ৯ মে ১১টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ১২ মে মনোনয়ন পত্র জমা ও বাছাইয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং কোন পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় রিটার্ণিং অফিসার তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আইসিই বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সহ-সভাপতি পদে ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, যুগ্ম-সম্পাদক পদে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী রেজিস্ট্রার রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা, নির্বাহী সদস্য যথাক্রমে অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, মাদ্রাসা সেলের সহকারী রেজিস্ট্রার খোন্দকার আব্দুল মজিদ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন ও প্রো-ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার আব্দুল হান্নান।

নির্বাচনে সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন ড. ম. কামরুল হাসান ও মুস্তাফিজুর রহমান। এ নির্বাচনে ভোটার ছিলেন ৩৫৯ জন শিক্ষক ও ৩৪৪ জন কর্মকর্তাসহ মোট ৭০৩জন।

(কেকে/এএস/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test