E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেতনের দাবিতে বাকৃবির প্রশাসন ভবনে তালা

২০১৫ মে ১৩ ২২:২০:৫৯
বেতনের দাবিতে বাকৃবির প্রশাসন ভবনে তালা

বাকৃবি প্রতিনিধি : বেতন না পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।

বেতন অতিদ্রুত না দেওয়া হলে আন্দোলন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেশাজীবী কর্মচারী পরিষদ। বুধবার দুপুরে প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে কর্মচারীরা।

জানা গেছে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারীরা বিভিন্ন ভবন থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে বেলা ১১টার দিকে তারা প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অবস্থান ধর্মঘট চলাকালে কর্মচারী সমিতির নেতারা বলেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার কথা থাকলেও আমরা এপ্রিল মাসের বেতন এখনও পাইনি। যার কারণে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে বেতনভাতা পরিশোধ করা না হলে যেকোনো দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলেও ঘোষণা দেয় তারা।

পেশাজীবী কর্মচারী পরিষদের সভাপতি আব্দুল খালেক বলেন, প্রশাসন ও কোষাধ্যক্ষ ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমাদের বেতন না দেয়া পর্যন্ত তালা খোলা হবে না। আমাদের বেতন পরিশোধ করলেই আমরা তালা খুলে নেবো।

উল্লেখ্য, ২০ এপ্রিল বেতন ভাতায় উপাচার্যের স্বাক্ষর করার কথা থাকলেও ভিসি না থাকায় ওই ভাতা পাস হয়নি। ফলে বেতন ভাতা তুলতে পারেনি কেউই। এ নিয়ে অবস্থান ধর্মঘট পালন করে আসছে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।

(ওএস/পিএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test