E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির ৫০ শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

২০১৫ মে ১৯ ১৪:৪৬:০৪
ঢাবির ৫০ শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

ঢাবি প্রতিনিধি : সাউথ সাউথ এডুকেশন ফাউন্ডেশননের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে এসব ল্যাপটপ প্রদান করা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য প্রযুক্তি ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।

সাউথ সাউথ এডুকেশনের ‘একটি ল্যাপটপ একটি স্বপ্ন’ ক্যাম্পেইনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০জন ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের ৪০জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়া হলো।

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়েও তথ্য প্রয‍ুক্তি সেবা নিশ্চিত করা হবে। এরইমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় বিনা পয়সায় এক লাখ ওয়াইফাই হটস্পট দেওয়‍ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকে নতুন প্রজন্ম তথ্য-প্রযুক্তি সেবা পাবে।

অনুষ্ঠানে আরও ছিলেন, জাতিসংঘের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ড. আব্দুল মোমেন, সাউথ সাউথ স্টিয়ারিং কমিটি ফর দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফ্রান্সেস লরেঞ্জ এবং সাউথ সাউথ কো-অপারেশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইপিং ঝাও।

(ওএস/এএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test