E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবির ছাত্র সম্রাট ছুরিকাহত, অবস্থা আশঙ্কাজনক

২০১৫ মে ২৩ ০০:০৯:০১
বাকৃবির ছাত্র সম্রাট ছুরিকাহত, অবস্থা আশঙ্কাজনক

প্রীতম সাহা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের লালন চত্ত্বরের সামনে খ ম ফ মনিফুদ্দোজা সম্রাট নামক এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র খ ম ফ মনিফুদ্দোজা সম্রাট তার এক বন্ধুসহ ক্যাম্পাসের পার্শ্বস্থ শেষ মোড়ে নাস্তা খেতে যায়। নাস্তা খাওয়া শেষে ক্যাম্পাসে আসার পথে লালন চত্ত্বরে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে নিরাপত্তা রক্ষীদের গাড়িতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কে প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার জানান, ‘ঘটনা শোনার পর আমাদের গাড়ি সম্রাটকে নিয়ে মেডিকেলে যায়। তবে তার কাছে থেকে কোন মালামাল খোয়া যায়নি। কি উদ্দেশ্যে কে বা কারা তাকে ছুরিকাহত করেছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।’

সম্রাট বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে
রয়েছেন। শুক্রবার দুপুরে তার অস্ত্রপাচার শেষে চিকিৎসকরা জানান, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তাকে আরো ৫ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, শহীদ নাজমুল আহসান হলের ২৩৮ নম্বর কক্ষের বাসিন্দা সম্রাট কৃষি অনুষদের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র। সম্রাটের গ্রামের বাড়ি জামালপুর।

তার রুমমেট প্রদীপ রায় জানান, শান্ত স্বভাবের ছেলে সম্রাটের সাথে কারো কোন শত্রুতা ছিল বলে তার জানা নেই। এই ঘৃণ্য হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সম্রাটের সহপাঠী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, প্রায়ই এরকম ঘটনা ঘটতে দেখা যায়। ক্যাম্পাসে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশ্ববিদ্যালয়ে কোন অভিভাবক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ে অভিভাবক চাই।

(পিএস/মে ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test