E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ মাসের সেশনজট, রবিবার শুরু হচ্ছে ক্লাস

২০১৫ জুন ১৩ ১৮:৩৪:১৩
৮ মাসের সেশনজট, রবিবার শুরু হচ্ছে ক্লাস

রংপুর প্রতিনিধি : ৮ মাসের সেশনজট নিয়ে রবিবার(১৪ জুন) শুরু হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও প্রায় দেড় বছরের সেশনজটে রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বরণ করতে রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি পালন শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয় পরিচিতি ও শিক্ষামূলক আলোচনা এবং নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী সভাপতিত্ব করবেন। এতে দেশবরেণ্য কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ ও কবি রুবী রহমান উপস্থিত থাকবেন। বিকাল চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ৪, ৫ ও ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু কিছু দাবী দাওয়া নিয়ে আন্দোলন করে শিক্ষকদের একটি অংশ। তাদের আন্দোলনে কয়েক দফা সময় নির্ধারণ করেও পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। সর্বশেষ তাদের আন্দোলন নস্যাৎ হলে কর্তৃপক্ষ ৫ ও ৬ মে ভর্তি পরীক্ষা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষকদের আন্দোলনের ফসলই হলো নবীনদের প্রায় ৬ মাসের সেশন জট।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ড. আবদুল জলিল মিয়াকে ২০০৯ সালের ১১ মে ২য় উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়। সাড়ে তিন বছর যাওয়ার পর তার বিরুদ্ধে ওঠে নানা অনিয়মের অভিযোগ। আন্দোলনে নামেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গড়ে তোলেন উপাচার্যবিরোধী দুর্নীতিবিরোধী মঞ্চ। এ মঞ্চের ব্যানারে উপাচার্যের পদত্যাগ ও তার দুর্নীতি-অনিয়মের খতিয়ান প্রকাশ করা হয়। ওই বছরের ১০ জানুয়ারি উপাচার্যের পদত্যাগ দাবিতে সমাবেশ চলাকালে উপাচার্যপন্থি বহিরাগত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় । এ ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর একটানা ৪৮ দিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব এবং কথা-কাটাকাটি হয়। এতে তিন শিক্ষার্থী এক শিক্ষককে মারধর করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১২ সালের ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

২০১১ সালে ক্রিকেট খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পরিস্থিতি খারাপ হলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

২০১৩ সালের মে মাসে উপাচার্য ড. আবদুল জলিল মিয়ার পদত্যাগ এবং চার শিক্ষক ও দুই কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। এতে শিক্ষকসহ ৫০ জন আহত হন। এ ঘটনার পর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া সিন্ডিকেটের বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

এরপর ৫ মে সরকার উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়াকে অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে নিয়োগ দেয়। এই আন্দোলনের সময়ই মূলত সেশট জট শুরু হয়। সেই সেশনজট কাটতে না কাটতেই ফের বর্তমান উপাচার্য ড. একেএম নূর উন নবীর বিরুদ্ধে কিছু দাবি দাওয়া নিয়ে অন্দোলন শুরু করে সাবেক উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার আস্থাভাজন বলে পরিচিত শিক্ষকরা। এর ফলে ৬ মাস পরে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে হলো কর্তৃপক্ষকে। এর কারণে ৮ মাস থেকে ১ বছরের সেশনজটে রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে, বিভিন্ন সময়ে আন্দোলন ছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষক সঙ্কট, প্রয়োজনীয় ল্যাব, কম্পিউটার, বইসহ প্রয়োজনীয় উপকরণের কারণেও সেশনজট লেগেই আছে। শেষ পর্যন্ত দেড় বছরের শেসনজটে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

নবীন একাধিক শিক্ষার্থী জানান, আমরা চাই আমাদের সেশনজট নিরসন করে নির্দিষ্ট সময়ে শিক্ষা জীবন শেষ করতে। এতে শিক্ষকদের সহযোগিতা চেয়েছে নবীনরা।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. একেএম নুর-উন-নবী সেশনজটের কথা স্বীকার করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ক্লাস শুরু করতে পারছি এটাই সুখবর। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সে কারণে এরই মধ্যে গ্রীষ্মকালীন ছুটি বাতিলসহ অন্যান্য ছুটি কমিয়ে আনা হয়েছে। সেশনজট নিরসনে আমরা কাজ করছি।

(ওএস/অ/জুন ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test